১, ৪৫, ৫১, ৩৭; এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ফরচুন বরিশালের ওপেনার মুনিম শাহরিয়ারের ইনিংস এগুলো। চার ইনিংস মিলিয়ে করেছেন ১৩৪ রান। মুনিমের এই ইনিংসগুলোর মাহাত্ম্য বোখাতে গেলে চোখ রাখতে হবে তার ব্যাটিং কৌশলে। দুর্দান্ত শটস সিলেকশনের সঙ্গে শুরু থেকে আগ্রাসী মনোভবে ব্যাট করেন এই ডানহাতি। চলতি বিপিএলের মুনিমের ব্যাটিং মন কেড়েছে সাকিব আল হাসানের। বরিশাল দলের অধিনায়ক সাকিব জানান, এবারের বিপিএলের বড় আবিষ্কার মুনিম মুনিম।
মিনিস্টার ঢাকার বিপক্ষে ৬৩ রানে জেতার দিনে ২৫ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মুনিম। ম্যাচ শেষে এই তরুণকে প্রশংসা বন্যায় ভাসিয়ে সাকিব বললেন, ‘আমার মতে বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, সে তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার। এখন নিশ্চিত করতে হবে তার যেনো ঠিকঠাক যত্ন নেওয়া হয়। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।’
অথচ এবারের বিপিএলে শুরুতে দল পাননি মুনিম। ড্রাফটের পর বিপিএলের মাঝপথে তাকে দলে নেন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই তরুণকে নিয়ে আশা কথা শুনিয়েছেন সুজনও।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘মুনিম অনেক প্রমিজিং। ওর সামর্থ্য অনেক ভালো। এখন ওকে নিয়ে কথা বলা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি মনে করি ওর সামর্থ্য আছে। ভয়হীন ক্রিকেট খেলে। গত বছর আবাহনীতে ওকে নিয়ে শুরু করলাম। যুব দলের একটা প্রোগ্রামে ছিল কিন্তু তখন আমি সেভাবে চিনতাম না আসলে।’
যোগ করেন সুজন, ‘গত বছর আবাহনীতে আসার পর মনে হয়েছে ছেলেটার মধ্যে সামর্থ্য আছে। যদি পরিশ্রম করে যায়, কষ্ট করে, ফিটনেস নিয়েও কাজ করার আছে, আমি মনে করি ছেলেটা সামনে বাংলাদেশকে অনেক ভালো সার্ভিস দিতে পারবে।’