বন্দর প্রতিনিধিঃ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরন ও সাধারণ সম্পাদক হারুনরশীদ লিটনের নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালীতে হাজার হাজার নেতা-কর্মীদের ঢল পরিলক্ষিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় শুরু হওয়া উক্ত বর্ণাঢ্য র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর দেওয়ানবাগ থেকে শুরু হয়ে লাঙ্গলবন্ধ ব্রিজের নীচ দিয়ে ঘুরে মুছাপুর, হাই-সাবেরমোর হয়ে বন্দর, সাবদি, কলাগাছিয়া, ফরাজিকান্দী, ৩য় শীতলক্ষ্যা ব্রিজের নীচে দিয়ে মদনগঞ্জ, ধামগড় থেকে মদনপুর বাস স্টান্ডে এসে শেষ হয়।
উক্ত বহরে ঘোড়াগাড়ি ও গাড়িবহরে ব্যান্ড বাদ্য, বাহারি রকমের ব্যানার ও ফেস্টুন এবং দলীয় পতাকা শোভা পায়, যেখানে নেতা-কর্মীরা বাহারি রঙের ক্যাপ ও মাথায় বেজ পড়ে অংশ নিয়েছেন।
উক্ত গাড়িবহর ও বর্ণাঢ্য র্যালীতে বন্দর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদ , বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল প্রধান, মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মামুন ভূইয়া, মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মতিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, গোলাপ ভূইয়া, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তারামিয়া, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, কালাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল, ধামগড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পার্থী মোবারক হোসেন সহ
এদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উক্ত বর্ণাঢ্য র্যালীতে অংশ নিয়েছেন।