বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতাদের কঠোর হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
তিনি বলেছেন, আগামীতে নারায়ণগঞ্জে আসবেন, মনে রাখবেন এটা বঙ্গবন্ধুর গোপালগঞ্জের পরের জেলা নারায়ণগঞ্জ। এখানে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। আমরা অনেক দৈর্য ধারণ করেছি। আগামীতে যদি নারায়ণগঞ্জে এসে উল্টাপাল্টা কথা বলেন নেত্রীর বিরুদ্ধে, আমরা কিন্তু সাথে সাথে দাত ভাঙ্গা জবাব দিয়ে দিবো। আমরা চাই শক্তিশালী বিরোধী দল। এর মানে এই না যে আপনারা আবারো ৭৫ ঘটাবেন, বিশৃঙ্খলা ঘটাবেন।
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপেটম্বর) রাতে নগরীর ২নং গেট অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে খোকন সাহা এই হুশিয়ারি দেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দোয়া মেষে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন।
এসময় খোকন সাহা আরও বলেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। গত সিটি নির্বাচনে মেয়র আইভীকে মনোনয়ন দেযা হয়েছিলো, আমরা চেয়েছিলাম আনোয়ার ভাইয়ের মনোনয়ন। তবে, মেয়রকে পাশ করাতে আমরা সবাই মিলে কাজ করেছি। জোটের সার্থে নারায়ণগঞ্জের দুটি আসন আমাদের ছেড়ে দিতে হয়েছিলো। নেত্রী নির্দেশ দিছেন, আমরা তাদের পাশ করাতে আপ্রান চেষ্টা করেছি। এবার জেরা পরিষদ নির্বাচনে আমরা ১০/১২ জন মনোনয়ন চেয়েছি নেত্রী চন্দনশীলকে মনোনয় দিয়েছেন। আমরা সবাই মেনে নিয়েছি। আওয়ামী লীগ একটা শক্তিশালী ডিসিপ্লিন্টের দল।