রূপগঞ্জের বাবার হাতে ছেলে হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান ও দ্বিতীয় পলাতক আসামীদের গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ ঘটনায় এ নিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রূপগঞ্জ উপজেলার দড়িকান্দি, গোলাকান্দাইল এলাকার মৃত তমিজ উদ্দিন মোল্লা ছেলে মো. সেলিম মোল্লা (৫০) এবং মো. কবির হোসেন মোল্লা (৪০)।
মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী মো. সেলিম মোল্লা অন্যান্য আসামীদের সাথে মিলে তার ছেলে সজিব (১৮)’কে এলোপাতাড়ীভাবে মারপিট করে এবং ধারালো ছুরি দিয়ে নৃশংস ও পাশবিকভাবে কুপিয়ে গুরতর আহত করে। প্রতিবেশীদের সহায়তায় গুরতর আহত সজিব (১৮)’কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এই পাশবিক ন্যাক্কারজনক হত্যাকান্ডের ঘটনায় পুরো এলাকায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। হত্যাকান্ডের ঘটনায় নিহত সজিব’র মা ফাতেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর আসামীরা কৌশলে গা ঢাকা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের পর র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব সজিব হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান ও ১নং পলাতক আসামী এবং ২নং পলাতক আসামীকে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।