নারায়ণগঞ্জের অন্যতম পাইকারি বাজার নিতাইগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মুলত চালের অভৈধ মজুত এবং বেশ দামে বিক্রি ঠেকাতে জেলা প্রশাসনের এই অভিযান।
বুধবার (১ জুন) দুপুরে শহরের নিতাইগঞ্জে তিনটি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপ্তি অদিতি ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চাল আমদানি, বিক্রি মূল্য রশিদ ও মজুদের পরিমান মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেন তিনি।
ব্যবসায়ীরা জানান, গত কয়েক সপ্তাহে মিল মালিকরা প্রতি বস্তায় চালের দাম তিনশ থেকে চারশ টাকা বাড়িয়েছে। তবে পাইকারি ও খুচরা বিক্রেতারা বাজারে সীমিত লাভে বিক্রি করছেন চাল।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপ্তি অদিতি ইসলাম জানান, আমদানি মূল্যের সাথে বিক্রি করা মূল্য ও গুদামে মজুতের পরিমাণে গড়মিল না থাকায় তাদের জরিমানা না করে সতর্ক করা হয়। অভিযান অব্যাহত থাকবে যারা কারসাজি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।