বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউপি’র চর ইসলামপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় পরিবারের উপর সন্ত্রাসী হামলা। এ বিষয়ে মোঃ আয়নাল হক (৮০) পিতা-মৃত হাজ্বী কালাই চাঁন, সাং-চর ইসলামপুর,বন্দর,নারায়নগঞ্জ বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানা অভিযোগ সূত্রে গত ০৪-১২-২০২২ইং তারিখ রবিবার সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় বিবাদী (১) নুর আলম (৬০) পিতা-মৃত আব্দুল কাদের (২) মোঃ সেলিন (৩০) পিতা-সেরাজুল (৩) মোস্তফা (২৭) পিতা-সিরাজুল ইসলাম, সাং চর ইসলামপুর, থানা-বন্দর,জেলা- নারায়ণগঞ্জ। সহ অজ্ঞাত আরো ৭-৮ জন সংঘবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাদীর বাড়িতে বসে থাকা অবস্থায় ১নং বিবাদী নুর আলম অকথ্য ভাষায় গালমন্দ করে তার সাথে দেখা করতে বলে। ১নং বিবাদীর সাথে অনেক লোকজন থাকায় দেখা করতে যাবে না বলে জানায়। তাতে এক দুই ও তিন নং বিবাদী ক্ষীপ্ত হয়ে বাদীর উপর এলোপাথারী মারপিট করে নীলা ফোলা জখম করে। এবং তাদের সাথে থাকা ৭-৮ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। ১নং বিবাদী নুর আলম বাদী আয়নাল হককে হত্যার উদ্দেশ্য রামদা ও চাকু দিয়ে বাম পায়ের হাটুতে আঘাত করে প্রান নাশের হুমকি প্রদান করে। তাতে বাম পায়ের অংশ কেটে গিয়ে অনেক রক্তক্ষরণ হয়। তবে বিবাদী গং এ বিষয়ে কোন প্রকার আইনী ব্যবস্থা নিলে বাদী সহ পরিবারের সকলকে চিরতরে খুন গুম করিয়া ফেলিবে বলে হুমকি দিয়ে যায় এবং বলে আমার ছেলে ম্যাজিস্ট্রেট তরা আমার বিরুদ্ধে মামলা করে কিছু করতে পাড়বি না। পরে বাদীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করে। এলাকা বাসি বলেন তারা প্রায় সময় ম্যাজিস্ট্রেট এর হুমকি দিয়ে এলাকা বাসিকে ভয় দেখায়। বিষয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন থানায় অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।