বন্দর থেকে চুরি যাওয়া ২৭টি শুকরের মধ্যে ১৭টি শুকর উদ্ধার করেছে বন্দর থানার মদনগঞ্জ ফাঁড়ীর পুলিশ। রোববার (৬ আগষ্ট) ভোরে কুমিল্লা চকবাজারস্থ সুপাইপার কলোনীতে অভিযান চালিয়ে চুরিকৃত শুকর গুলো উদ্ধার করা হয়।
তবে শুকর চুরি ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি সংশ্লিষ্ট পুলিশ। এর আগে গত শনিবার( ৫ জুলাই) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ ময়লাস্তপের পাশে এ চুরি ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, সুদূর ময়মনসিংহ জেলার ইশ^রদী এলাকার জনৈক সিপন র্দীঘ দিন ধরে বন্দরে ফরাজিকান্দা এলাকায় ময়লাস্তুপের পাশে প্রায় ৫০টি শুকর লালন পালন করে আসছে। এর ধারাবাহিকতায় গত শনিবার রাত ১০টায় অজ্ঞাত নামা চোরের দল কৌশলে ২৭টি শুকুর উল্লেখিত স্থান থেকে চুরি করে পালিয়ে যায়।
এ ঘটনায় শুকর মালিক বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মদনগঞ্জ ফাঁড়ী এসআই মহসিন ও তার সঙ্গীয় র্ফোস রোববার ভোরে কুমিল্লা চকবাজারস্থ সুইপার কলোনীতে অভিযান চালিয়ে চুরিকৃত ২৭টি শুকরের মধ্যে ১৭টি শুকর উদ্ধার করে।