নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একসাথে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি হলো স্বামী কাউসার(৩৪) ও তার স্ত্রী ঝড়না আক্তার (১৭)।
গত সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বন্দর থানার র্যালী আবাসিক এলাকায় হুমায়ূন মিয়ার ভাড়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এলাকাবাসী মাধ্যমে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত ঝড়নার পরিবার জানান, বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে সৌদী ফেরত কাউসারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় বন্দর গার্লস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী ঝড়নার সাথে প্রেমের সর্ম্পক ঘটে। এ প্রেমের টানে ঝড়না বাড়ি থেকে কাউসারের সাথে পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে কাউসারের প্রথম স্ত্রী মামলা করে। অপরদিকে ঝড়নার বাবাও অপহরণ মামলা করে। উভয় মামলায় কাউসার বেশ কিছু দিন জেল খাটে। পরে উভয় পরিবারের সমঝোতার মাধ্যমে কাউসারকে জেল থেকে বের করে তাদের মধ্যে বিয়ে দেয়া হয়। ঝড়না বিয়ের কয়েকদিন পর থেকে স্বামী কাউসারকে নিয়ে পিতার ভাড়া বাসায় বসবাস করে। গত সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে ঝড়না অভিমান করে একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্বামী কাউসার স্ত্রীকে ডাকাডাকি করে সারা না পেয়ে সেও পাশের কক্ষে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ রাত ১টায় কক্ষের দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, রাতেই বন্দর ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ ময়না তদন্তের রিপোর্টের পর বলা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।