বিশুদ্ধ পানি দেওয়ার জন্য সিটি কর্পোরেশনকে ৩% কর দিচ্ছে নগরবাসী। নির্দিষ্ট কর দিয়েও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা না পাওয়ার অভিযোগ করেছেন তারা। দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগ তৈরী হয়েছে নগরের বাসিন্দাদের মধ্যে। তারই ধারাবাহিকতায়, নষ্ট পানির পাম্প দ্রুত মেরামত করার জন্য, সিটি কর্পোরেশনের মেয়র আইভির প্রতি আহবান জানিয়ে মানববন্ধন করেছেন ২৪ ও ২৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
সোমবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড চৌরাপাড়া এলাকা এসিআই আটা মিলের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, দীর্ঘদিন যাবত আমরা বিশুদ্ধ পানির অভাবে ভুগছি। আগে আমাদের এলাকায় কোন পানির সমস্যা হলে সাথে সাথে সেটি ঠিক হয়ে যেতো। আজকে মেয়র মহোদয় ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নিয়ে এসেছেন। কিন্তু এখন তো মানুষ পানিই পাচ্ছে না। আগে একটা সময় মানুষ শীতলক্ষ্যার পানি পান করতো। কিন্তু এখন সেটিও পাওয়া যাচ্ছে না। মেয়র মহোদয় এটির প্রতি কোন নজর দিচ্ছে না। কারণ উনি (মেয়র) শুধু লাভ খোঁজে, তিনি শুধু জনগনের মাথায় টেক্সের বোঝা চাপায় দেয়। জনগণের জন্য কিছুই করছে না মেয়র।
বক্তারা আরও বলেন, বিগত ১মাস যাবত পাম্প নষ্ট হয়ে গেছে, মেয়র কি জানে না? ওনার অফিসাররা কি জানে না? উনার কাউন্সিলররা কি জানে না? কারণ তারা তো টাকা দিয়ে বাহির থেকে পানি কিনে খায়। আমরা তো খেতে পারি না। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে।
মেয়র আইভীকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আমাদের অবস্থা কি আপনি আসুন (মেয়র), দেখুন আমাদের এলাকার অবস্থা। আপনি কি পানির বিল নেন না আমাদের থেকে? আপনি তো প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন, কিন্তু আমাদের কি আপনি আসলেই সেই ১নাম্বার সিটি কর্পোরেশন দিতে পারছেন।
মানববন্ধনে এক নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের যখন ঢাকা ওয়াসা ছিলো, তখন আমরা ব্যপাক সুযোগ সুবিধা পেয়েছি। কিন্তু এটা যখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় আসে আমরা সেই সব সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেছি। আমরা পানির জন্য অজুটা পর্যন্ত করতে পারি না। ঠিক সময়ে নামাজ পড়তে পারি না। অনতিবিলম্বে আপনি (মেয়র) দ্রুত আমাদের এই সমস্যা সমাধান করুন। আর সমাধান করতে না পারলে ছেড়ে দেন আপনার গদি।
এ সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, আলী আহাম্মদ, শহীদ, আলী বাহার, জাবেদ মুন্সি, ফারুক মুন্সি, জহিরুল ইসলাম, গুলজার হোসেন, দাউদ, ইমরান মন্সি, শামিম সরদারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।