বন্দর উপজেলার মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেপ্তাররা হলো- কুমিল্লার চৌদ্দগ্রামের ডিমাতলী এলাকার আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ (৪২) এবং নারায়ণগঞ্জের বন্দরের কেওডালা এলাকার মৃত হাসান আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)।
এসময় তাদের নিকট থেকে ১৬ হাজার ২০০ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রংয়ের পিকআপ এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা থেকে পিকআপ যোগে মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিল।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে বন্দরের মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ওই ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।