শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

বন্দরে পূজা উদযাপন উপলে প্রস্তুতি সভা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১১.০০ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

বন্দরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর উপজেলা পরিষদের আয়োজনে (২০ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের সভা কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা।
আগামী ১-৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব স্বারদীয় দূর্গোউৎব উপলে বন্দর উপজেলায় পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও গুনীব্যাক্তিবর্গের সঙ্গে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে এমএ রশিদ বলেন, বর্তমান সরকার জনগনের সরকার। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আসছে পূজা উৎসবে যেন শান্তিপূর্ণ এবং নিরাপদভাবে সম্পন্ন হয় সেজন্য বাংলাদেশ সরকার সকল ব্যবস্থা গ্রহন করেছে।
তিনি আরো বলেন- কোন প্রকার ইভটিজিং, কিশোরগং বা কোন প্রকার বিশৃঙ্খলা বরদাস্থ করা হবে না। আপনারা প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগাবেন। সর্ব সময় পর্যবেণ করবেন যাহাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। সরকারের পে একা এতো বড় আয়োজন সামাল দেওয়া সম্ভব নয় যদি আপনাদের সহযোগিতা না থাকে।
খেয়াল রাখবেন আযান ও নামাজের সময় একটু বিরত রাখলে অন্য কেউ কোন মন্তব্য করতে পারবেনা। বিশৃঙ্খলা এড়ানোর জন্য ভালো মনের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখবেন। তাছাড়া আমাদের প থেকেও প্রশাসনিক সকল সাহায্য ও সহযোগিতা পাবেন।
এতে আরো উপস্থিত ছিলেন- বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্ত, আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আবদুল্লাহ, পল্লী বিদ্যুৎ ডিজিএম, পূজা উদযাপন কমিটির পে বন্দর পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সুজন দাস,যুব ঐক্য পরিষদ’র বন্দর থানা সভাপতি তুলসী ঘোষসহ পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort