বন্দরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত ব্যাক্তি মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন।
অভিযুক্ত ব্যাক্তির নাম লুৎফর রহমান বুলেট। সে টাঙ্গাইল সদর উপজেলার কাফিলাপাড়া এলাকার ভুলু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় পুলিশ বাদি হয়ে একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন লাইভ নারায়ণগঞ্জকে জানান, গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা এবং ধামগড় ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে, কক্সবাজার থেকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯২৩৪) থেকে ড্রাইভার লুৎফর রহমান বুলেটের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ সুপার মহোদয়ের নির্দের্শে মাদকের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।