নিউজ ডেস্ক ঃ প্রতি বছরের ন্যায় এবারও বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নে বিএনপি নেত্রী বিশিষ্ট সমাজ সেবিকা মুন্নী আক্তার পক্ষ থেকে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১ টার সময় ধামগড় ৯ নং ওয়ার্ডের মনারবাড়ী এলাকায় বিএনপি নেত্রীর নিজ বাড়িতে প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিএনপি নেত্রী মুন্নী আক্তার বলেন, এলাকায় গরিব দুস্থ ও অসহায় মানুষের মূখে হাসি ফুটানোর জন্য প্রতি বছরের ন্যায় এবার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এবং ধনী ও বিত্তবানরা যদি সঠিক ভাবে যাকাত দেন তাহলে অসহায় মানুষ গুলো পরিবার নিয়ে সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারবে। একই সঙ্গে অসহায় মানুষের পাশে থাকার জন্য সবাই প্রতি আহ্বান জানান,ঈদ উপহার সামগ্রী ছিল সেমাই, চিনি,পোলাওর চাউল, তেল, দুধের প্যাকেট, থ্রি পিস,লুঙ্গি বিএনপি নেত্রী মুন্নী আক্তার ও তার পরিবারের সকলের উপস্থিতে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।