বন্দর(নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা — নারায়নগঞ্জের বন্দরে প্রশাসনের বাধা দেয়া সত্বেও সরকারি রাস্তার মাটি কেটে দেয়াল নির্মান। সূত্র জানা যায়, বন্দর উপজেলার ২০২০-২১ অর্থ বছর মুছাপুর ইউনিয়ন কতৃক বরাদ্দকৃত বাজুরবাগ হইতে পিছকামতাল মাদ্রাসা পর্য়ন্ত একটি মাটির রাস্তা নির্মিত হয়। রাস্তাটি নির্মান হওয়ার পর এলাকার জনসাধারণের যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ হয়। বিগত ১৪-০৬-২৪ইং স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের দোসররা (১) যুবলীগ নেতা মোঃ শাহ-আলম (৪৮) পিতা-মৃত-নুর ইসলাম, (২) মো বাচ্চু মিয় (৫৫) আওয়ামিলীগ কাউন্সিলর, পিতা-মোহর আলী, (৩) আনোয়ার হোসেন স্বপন (৫০) জেলা যুবলীগ সদস্য, পিত-মোঃ হাকিম আলী মাষ্টার, বাজুরবাগ, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ (৪) বদিউজ্জামাল বদু (৫৫) যুবলীগ নেতা সহ অজ্ঞাত ১৫/২০জন সন্ত্রাসী বাহিনী মিলে অবৈধভাবে উক্ত রাস্তা কেটে সেখানে দেয়াল নির্মান করার চেষ্টা করে। তাদের ক্ষমতার দাপটে মিথ্যা মামলা হামলার ভয়ে এলাকার জনগন প্রতিবাদ করার সাহস পায়নি। তারা সরকারি রাস্তার মাটি সহ তাওলাদের সীমানার মাটি পর্যন্ত কেটে নেয়। এ বিষয়ে তাওলাত এলাকা বাসির পক্ষে বাদি হয়ে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নিকট লিখিত অভিযোগ করেন। চেয়ারম্যান আওয়ামী দোসরদের নোটিশ প্রদান করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে ২৭-০২-২৫ইং তারিখে কারন দর্শানোর নোটিশ প্রদান করে। কিন্তু তাহারা চেয়ারম্যানের নোটিশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবারো ০৯-০৩-২৫ইং তারিখে সরকারী রাস্তার মাটি কাটা সহ দেয়াল নির্মানের পায়তারা করছে। যারাই প্রতিবাদ করতে আসবে তাদেরকে মিথ্যা মামলা সহ গুম খুন করিয়া ফেলিবে বলে হুমকি দিয়ে যাচ্ছে ।
এ বিষয়ে মুছাপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্জুর হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো এলাকায় বুক ফুলিয়ে বেড়াচ্ছে। তারা পরিষদের নোটিশ অমান্য করে কাজ করছে।
অভিযোগের বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সরকারী রাস্তার মাটি কাটার ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।