নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ডের বন্দর থানার সোমাচড়া বাগ এলাকার আরাফাত রিফাত এন্টারপ্রাইজ ফ্যাক্টরি রামনগর কোম্পানিতে গত ১৮ মার্চ শনিবার বেলা আনুমানিক ১২.৩০ ঘটিকায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যাওয়ার ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
উক্ত ঘটনায় আরাফাত রিফাত এন্টার প্রাইজ ফ্যাক্টরির মালিক ১ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন সাপেক্ষে বন্দর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আমি ছাইদুল রহমান পিতা মো. রেজাউল করিম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার রামনগর কোম্পানিতে আমার আরাফাত রিফাত এন্টারপ্রাইজ
ফ্যাক্টরীতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে আমার মেশিনারিজ ও প্লাস্টিক সুতা তৈরীর কাঁচামাল যা ছিলো তা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আমার ঐ ফ্যাক্টরীতে ছিলো ২ টা সুতার মেশিন, ২ টা কাটার মেশিন, ২ টা পিঙ্ক শান মেশিন, ১ টা মিক্সার মেশিন, ২ টা পানির মটর, ২ টা প্লে বোর্ড, ওয়েস্টিস এল ডি লতা মাল ৩০ টন, এল ডি প্যাকেট মাল ১৫ টন, পিপি বা ২০ টন, রং ১৮ বছা ও তৈরি সুতা ২ টন ইত্যাদি মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যাহার জিডি নং= ৮৫৯ তাং ১৮/০৩/২৩ইং