জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রেখেছে।’
বুধবার (৮ মার্চ) বিকালে রূপগঞ্জ উপজেলার ভিংরাবো এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে শ্রীমন্ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে গৌর পূর্ণিমা মহোৎসব-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব কথা বলেন।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনোজ কান্তি বড়াল এর সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্মসাধারন সম্পাদক শ্রী দিগেন বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ছালাউদ্দিন ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছার আলী, রূপগঞ্জ উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, শ্রী রাধাগোবিন্দ মন্দিরের (ইসকন) অধ্যক্ষ শ্রীপাদ হংস কৃষ্ণ দাস ব্রাহ্মচারী, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ চন্দ্র সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গণেশ চন্দ্র পালসহ নেতৃবৃন্দ।
অপরদিকে, বুধবার বিকালে রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকায় মাঝিনা মৌজার আহমদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষার মান উন্নয়নে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ বছরের প্রথম দিন প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্য বই প্রদান করে বিশ্বে প্রসংশিত হয়েছে।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ।