নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জের যেসব স্থাপনায় জেলা পরিষদের ফান্ড ব্যবহার হবে, সেখানের নাম ফলকে জেলা পরিষদের নাম থাকতে হবে। এ রকম হলে জেলা পরিষদের চিহ্নটুকু অন্তত থাকবে। আমি এই উদ্দেশ্যে ইতিমধ্যে কাজ করছি। লক্ষ্য করলে দেখবেন, পুরো জেলার বিভিন্ন স্থাপনায় জেলা পরিষদের নাম ফলক দৃশ্যমান৷
বৃহস্পতিবার (১২ মে) সকালে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসকের আগমনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন মানুষের জন্য কাজ করো। মানুষকে ভালোবেসে তাদের কাছে যাওয়ার চেষ্টা করো। তার সেই নির্দেশনা কে নিয়েই আমার রাজনৈতিক জীবন যাত্রা শুরু। আমি এখন পর্যন্ত বঙ্গবন্ধুর সেই নির্দেশনা মতোই কাজ করে যাচ্ছি।