পুনরায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তিনি এই দায়িত্ব বুঝে নিয়েছেন।
এর আগে ১৬ ফেব্রুয়ারি চলতি দায়িত্বে থাকা নাসির উদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমদুকে কেন্দ্রে ডেকে নিয়ে মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এসময় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদও উপস্থিত ছিলেন।
মনিরুল ইসলাম রবি এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমি আজ (১৭ ফেব্রুয়ারি) থেকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। কেন্দ্রীয় নেতারা আমাকে ডেকে এই দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এসময় আমাদের সদস্য সচিব ও ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন। তবে, দুই একদিনের মধ্যে আমাকে চিঠি দেওয়া হবে।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়ার পর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে, নির্বাচনকালিন সময়ে হেফাজতের মামলায় রবি গ্রেফতার হলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় কমিটির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিনকে।
পরে নাসির উদ্দিন ও মামুন মাহমুদ তড়িগড়ি করে এক রাতের মধ্যেই পাঁচটি থানা ও পাঁচটি পৌর আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। যা নিয়ে জেলাজুড়েই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ কমিটির বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলনসহ এর প্রতিবাদে ৯জন বিএনপি নেতা পদত্যাগও করেছেন। এছাড়াও তারেক রহমানের কাছে মামুন মাহমুদের বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপির সাবেক নেতারা লিখিত অভিযোগ প্রদান করেন, সেখানে তারা জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে মেয়াদোত্তীর্ণ আখ্যায়িত করে তা বিলুপ্তের দাবি জানিয়েছেন।