রুদ্রবার্তা২৪.নেট: ফতুল্লার পাগলায় একটি কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানের তালা ভেঙ্গে ৫-৬ লাখ টাকার মালামালসহ নগদ ২৭ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে পাগলায় শাহী মহল্লা আমতলা এলাকার শাহালমের কাপড়ের দোকানে চুরির ঘটনাটি ঘটে।
এবিষয়ে দোকান মালিক শাহআলম বলেন, লকডাউনের কারণে দোকান খুলতে পারি না। তারপরেও সময় সুযোগ বুঝে কিছু কেনাবেচার আশায় দোকান খুলি। বৃহস্পতিবার রাতে এশার আজানের পর দোকান বন্ধ করে নামাজ পরে বাসায় চলে যাই। পরে আজকে সকাল নয়টার দিকে এক মহিলা আমাকে বাসায় গিয়ে দোকানে চুরি হওয়ার খবরটি জানালে এসে দেখি যে দোকানের সার্টারের তালা ভাঙ্গা। পরে দোকানের ভেতর প্রবেশ করে দেখতে পাই যে দোকান থেকে প্রায় ৫/৬ লাখ টকার মালামাল সহ দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ২৭ হাজার টাকা নেই।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রাসেদ জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজন এবং দোকানিদের সাথে আলাপ করলে তারা জানায় যে, বৃহস্পতিবার দিবাগত রাতের দুইটার পর থেকে সকালের কোন এক সময়ে চোর সার্টারের তালা ভেঙ্গে চুরি করে নিরাপদে সটকে পরে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ।