আন্তর্জাতিক প্রবীন কল্যান দিবস উপলক্ষে প্রবীন কল্যান সোসাইটি বাংলাদেশ বন্দর থানা শাখার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার পহেলা অক্টোবর বিকেলে নবীগঞ্জ কাইতাখালি কদমতলী এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমীর সিনিয়র শিক্ষক ডা. শেখ আহমাদ।
প্রবীন কল্যান সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রবীন কল্যান সোসাইটি বাংলাদেশ মহাসচিব অবসরপ্রাপ্ত বিজিবি গোলাম মহিউদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন কাইতাখালি এলাকার সমাজ সেবক হাজী আব্দুল মান্নান সিকদার,কদমতলী পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ ওসমান গনি,নুরুল হক,বাহাউদ্দিন,মজিবুর রহমান,সমাজকর্মী রাবেয়া খাতুন,উম্মে কুলসুম প্রমূখ।
দোয়া পরিচালনা করেন প্রবীন কল্যান সোসাইটি বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক জহিরউদ্দিন নান্নু।
দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শেখ আহমাদ বলেন,আজকের নবীন আগামী দিনের প্রবীন, তাই আমাদের প্রবীণদের প্রতি যতœবান হতে হবে। তাদের পাশে থেকে সাহস ও ভরসা দিতে হবে। প্রবীণদের কল্যাণে যা যা করার দরকার তাই করার জন্য সবার উদ্যোগী হতে হবে।