বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন নারায়ণগঞ্জে। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই জেলায়া তাঁর সফর এটি। এবার বিভিন্ন উন্নয়ণ মূলক কাজের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রূপগঞ্জ উপজেলা জুরে চলছে উৎসবের আমেজ। ব্যানার ফ্যাস্টুন আর তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্ততি গ্রহন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সার্বক্ষণিক মাঠে সক্রিয়তায় আছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
এদিকে, বিগত পহেলা জানুয়ারী স্থায়ী ভেন্যুতে বাণিজ্য মেলার উদ্ধোধন করতে পূর্বাচলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক মাসের ব্যবধানে আগামীকাল বৃহস্পতিবার আবারও নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আসছেন তিনি। বাণিজ্য মেলার ঠিক পেছনে পূর্বাচলের-৪ নাম্বার সেক্টরে মেট্রোরেলের ডিপোর (এমআরটি-১) নির্মাণ কাজের উদ্ধোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উচ্ছাস তৈরী হয়েছে স্থানীয় মানুষের মাঝে। বাণিজ্য মেলায় সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে না পারলেও এবার সে প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে তাদের। আয়োজনকে ঘিরে তৈরী হচ্ছে বিশাল সভামঞ্চ। সেখানে ভাষন দেবার কথা রয়েছে। এ কারণে বাড়তি উচ্ছাস সেখানকার নেতাকর্মীদের মাঝে।
প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে নতুন সাজে সেজেছে রূপগঞ্জ। নেতাদের ব্যানার-ফেস্টুন ও তোরণে ভরে গেছে রাজধানীর উপকন্ঠের এই জনপদ। পরিপাটি পূর্বাচলকে সাজানো হয়েছে আরও দৃষ্টিনন্দনভাবে। প্রতিটি তোরনের উপর বসানো হয়েছে নৌকা। এছাড়া সম্পূর্ন হয়েছে মঞ্চ আর মাঠও প্রস্তুত। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে পূর্বাচল এক্সপ্রেসওয়ের উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা চালানো হচ্ছে। ঢাকা বাইপাস সড়কেও চলছে সংস্কার কাজ।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রূপগঞ্জের পার্শবর্তি বসুন্ধরা কনভেনশন হলে কর্মীসভার আয়োজন করে বসুন্ধরা গ্রুপ। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহবান রূপগঞ্জের লক্ষাধিক লোক নিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাবার ঘোষণা দেন। এ সময় তিনি ব্যবসায়ী বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমৃত্যু সুস্থ্যতার জন্য সবার দোয়া চান।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া বলেন, না চাইতেই প্রধানমন্ত্রী রূপগঞ্জকে অনেক কিছু দিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর কাছে নতুন করে চাওয়ার কিছু নেই তারপরও কিছু না কিছু দাবি থাকেই সব সময়। সে রকম তালিকা করা হয়নি। তিনি এলে আরও উন্নয়নের জন্য যা বলার আমরা বলব।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের বছরটাকে নির্বাচনী বছর হিসেবেই ধরা হয়। আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সে কথাই তিনি দলীয় নেতা–কর্মীদের বলবেন। প্রধানমন্ত্রী এর আগে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন। সেটা হয়ে গেছে। এখন তিনি স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা করেছেন। সেটাও হয়ে যাবে। মেট্রোরেল তার বড় উদহারন। তাছাড়া প্রধানমন্ত্রীর এই আগমন রূপগঞ্জের মানুষের যে কল্যান বয়ে আনবে সেটা এখন থেকেই আমরা উপলব্ধি করতে পারছি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল লাইভ নারায়ণগঞ্জকে বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মেট্রোরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন করবেন। ওইদিন বেলা ১১টায় রূপগঞ্জের পূর্বাচল সেক্টর ৪-এ প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নারায়ণগঞ্জে উৎসবের আমেজ উদ্বোধন শেষে সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি। আর এই সমাবেশে এক লাখের বেশি লোক সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু লক্ষাধিক মানুষের উপস্থিতি থাকবে। তাই আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার সকল ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আগামীকাল বাংলাদেশের মানুষ যেমন নতুন ইতিহাসের সাক্ষি হবে। তেমনি নারায়ণগঞ্জের মানুষও উৎসব মূখর পরিবেশে সেটা উপভোগ করতে পারবে। প্রধানমন্ত্রীর আগমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রস্তুত আছি।