এবারের আইপিএলে টানা হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস। ধোনিকে বদলে জাদেজার হাতে নেতৃত্ব তুলে দেওয়াতেই এমনটা হচ্ছে বলে মত ছিল অনেকের। চারবারের চ্যাম্পিয়নদের এমন হাল মেনে নিতে পারছিলেন না অনেকেই।
এবার হারের বৃত্ত থেকে বের হতে পারল হলুদ জার্সির দলটি।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বেঙ্গালুরুকে ২৩ রানে হারিয়েছে জাদেজার চেন্নাই।
মঙ্গলবার রাতের এই ম্যাচে প্রথমে ব্যাট হাতে শুরুটা ভালো করেনি চেন্নাই। ৩৬ রান তুলতেই রুতুরাজ গায়কোয়াড় (৩ চারে ১৭) ও মইন আলিকে হারায় তারা।
প্রথম ১০ ওভারে স্রেফ ৬০ রান করে তারা। এবারও হারের মুখ দেখবে বলেই হতাশ হচ্ছিল সমর্থকরা।
এরপরই কারিশমাটিক ব্যাটিং করেন রবিন উথাপ্পা ও শিভম দুবে। এই জুটি বেঙ্গালুরুর বোলারদের তুলোধোনা করে ৭৪ বলে ১৬৫ রানের জুটি গড়েন।
২০ ওভার শেষে ২১৬ রানের বিশাল পুঁজি পায় চেন্নাই।
শেষ ১০ ওভারেই ওঠে ১৫৬ রান! যা আইপিএলের ইতিহাসে শেষ ১০ ওভারে কোনো দলের যা তৃতীয় সর্বোচ্চ।
২১৬ রানের বিশাল সংগ্রহে উথাপ্পার রান ৮৮। ইনিংসে ৫০ বলে ৪ বাউন্ডারি ও ৯ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
আর ৪৬ বলে ৫ বাউন্ডারি ও ৮ ছক্কায় অপরাজিত ৯৫ রানের দাপুটে ইনিংস খেলেন দুবে।
২১৭ রানের চাপে শুরুতেই পথ হারিয়ে ফেলে বেঙ্গালুরু। ৫০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন ফাফ দু প্লেসি, অনুজ রাওয়াত, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল।
তবে শাহবাজ আহমেদ ও সুইয়াশ প্রভুদেশাই ৩৩ বলে ৬০ রানের লড়াকু জুটি আশা জিইয়ে রাখে। ৪ চারে ৪১ রানে শাহবাজ আউট হলে সেই আশা নিভে যায় অনেকটাই।
শেষ দিকে দিনেশ কার্তিকের ৩২ বলে ৩৪ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে মাত্র।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামে বেঙ্গালুরুর ইনিংস।
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শিভাম দুবে।
সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ২১৬/৪ (রুতুরাজ ১৭, উথাপ্পা ৮৮, মইন ৩, দুবে ৯৫*, জাদেজা ০, ধোনি ০*; সিরাজ ৪-০-৩৭-০, হেইজেলউড ৪-০-৩৩-১, আকাশ ৪-০-৫৮-০, ম্যাক্সওয়েল ৩-০-২৯-০, শাহবাজ ২-০-১৮-০, হাসারাঙ্গা ৩-০-৩৫-২ )
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর: ২০ ওভারে ১৯৩/৯ (দু প্লেসি ৮, রাওয়াত ১২, কোহলি ১, ম্যাক্সওয়েল ২৬, শাহবাজ ৪১, প্রভুদেশাই ৩৪, কার্তিক ৩৪, হাসারাঙ্গা ৭, আকাশ ০, সিরাজ ১৪*, হেইজেলউড ৭*; মইন ৩-০-১৯-০, মুকেশ ৩-০-৪০-১, থিকশানা ৪-০-৩৩-৪, জাদেজা ৪-০-৩৯-৩, জর্দান ২-০-২০-০, ব্রাভো ৪-০-৪২-১)
ফল: চেন্নাই সুপার কিংস ২৩ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শিভাম দুবে