নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান মোঃ ফজর আলী প্রথম বারের মতো ১ কোটি ৮৮ লাখ ২৪ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
গোগনগর ইউনিয়ন পরিষদের রাস্তা ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে সর্বোচ্চ বরাদ্ব দেয়া হয় রাস্তা ও যোগাযোগ খাতে ২৪ লাখ ৫০ হাজার টাকা,দ্বিতীয় সর্বোচ্চ খাতে বরাদ্ব রাখা হয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান খাতে ২১ লাখ ৫০ হাজার টাকা, তৃতীয় সর্বোচ্চ শিক্ষা খাতে বরাদ্ব রাখা হয় ১২ লাখ টাকা। ইউনিয়ন পরিষদের নিজস্ব বরাদ্ব রাখা হয়েছে ১৪ লাখ ৯৬ হাজার ৫শ টাকা।
এসময় চেয়ারম্যান মোঃ ফজর আলী বলেন, এটা আমার প্রথম বাজেট। আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় গোগনগরকে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। সেলিম ওসমান এমপি, ইউএনও এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় ইতিমধ্যে গৃহহীনদের মাঝে সরকারী ঘর বরাদ্ব দেয়া হয়েছে। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে। এজন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
বাজেট ঘোষণা কালে উপস্থিত ছিলেন ইউপি সচিব মাহবুবুর রহমান মাহাবুব, প্যানেল চেয়ারম্যান-১ রুবেল আহম্মেদ, প্যানেল চেয়ারম্যান-২ জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান-৩ লিপি আক্তার, ইউপি সদস্য নাজমা বেগম, নিলুফা বেগম, ইউপি সদস্য ইকবাল প্রধান, মোঃ আলী হোসেন, সৈকত হোসেন বেপারী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বিপ্লব হোসেন, আওলাদ হোসেন, মোঃ রোমান হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।