এ এক অন্যরকম ফেরা। আগেও ছুটিতে গিয়েছেন, ফিরেছেনও বটে কিন্তু এমন অনুভূতি এই প্রথম। হবেই না কেন বিশ্বকাপ জিতে যে সপ্তম স্বর্গে আছেন আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসি। বুধবার বিশ্বকাপ জয়ের উদযাপন ও ছুটি শেষ করে প্যারিসে এসেছেন লিওনেল মেসি। ফিরেছেন ক্লাব ঠিকানা পিএসজিতে।
স্থানীয় সময় সকালে প্যারিসে নেমে বিকালে তিনি চলে আসেন অনুশীলন ক্যাম্পে।
সেখানেই দলের কোচিং স্টাফ, খেলোয়াড় ও অন্যান্য সদস্যরা গার্ড অব অনার দিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওকে। ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশ করার সময় দুই পাশে লাইন দিয়ে খেলোয়াড়, কোচরা তাকে অভিবাদন জানান। এরপর তার হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা ছবিতেও দেখা গেছে ‘গার্ড অব অনার’ নেওয়ার সময় হাস্যোজ্জ্বল মেসি। হাত মেলাচ্ছেন সবার সঙ্গে। স্মারক হাতেও ছবিতে পোজ দিয়েছেন হাসিমুখে।
মেসি অনুশীলন শুরু করলেও ৭ জানুয়ারি কোপা দে ফ্রান্স কাপের ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম। তাকে ১৬ জানুয়ারির লিগ ম্যাচে মাঠে দেখা যেতে পারে।
এদিকে ফরাসি সংবাদ মাধ্যমের খবর, পিএসজির সঙ্গে নতুন চুক্তি করার ব্যাপারেও মনস্থির করেছেন মেসি। চুক্তি হতে পারে আরও দুবছরের।