আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের অপরাধে বন্দর উপজেলার এক ইটভাটার মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।
নারায়ণগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের বিচারক মো. কাউছার আলম বুধবার (২১ ডিসেম্বর) এ আদেশ দেন।
আগামী ২৯ ডিসেম্বারের মধ্যে গ্রেপ্তারী পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জুন পরিবেশগত ছাড়পত্র না থাকায় বন্দরের লক্ষণখোলা এলাকার ‘আল-মক্কা ব্রিকস’র মালিক মো. শফিকুল ইসলামকে ‘নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন’ এর দায়ে দোষী সাব্যস্ত করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। আসামী স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। এসময় ২টি ধারায় আসামীকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে ‘আল-মক্কা ব্রিকস’ নামক ইটভাটাটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু ১৪ ডিসেম্বর দেখা যায়, আসামী মো. শফিকুল ইসলাম ইট প্রস্তুত ও পোড়ানোর কার্যক্রম শুরু করেছে এবং দূষণ অব্যহত রেখেছে।
আদালতের স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারী) সাইফুল মীর জানান, আদালতের আদেশ অমান্য করে পরিবেশ দূষণ করে ইটভাটা পরিচালনা করায় ‘আল-মক্কা ব্রিকস’র মালিক মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করা হয়েছে।