নুর এ আজাদ: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) ক্যাম্পাসে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় বিআইএমটি’র অধ্যক্ষ মো. আকরাম আলী’র সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল হাফিজ।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা, বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, এছাড়াও বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্কুলের প্রধান শিক্ষকগন, সাংবাদিক, মসজিদের ইমাম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, কৃষক, শ্রমিকসহ তৃণমূল পর্যায়ের অভিবাসন প্রত্যাশী ১০০জন ব্যক্তি সেমিনারে অংশগ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, প্রযুক্তিনির্ভর টেকসই অভিবাসনের উপর গুরুত্বরোপ ও অভিবাসীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা দেওয়া হলে তাঁদের জ্ঞান ও যোগ্যতা বাড়বে, ফলে তাঁরা আরও ভালো চাকরির সুযোগ পাবেন। এর ফলে তাদের ব্যক্তিগত আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও বেশী ভূমিকা রাখতে পারবেন।
তিনি আরো বলেন, তৃণমূল পর্যায়ের অভিবাসন প্রত্যাশীদের অংশগ্রহণে সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করছি।