নিতাইগঞ্জে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেপ্তার আল জুবায়ের স্বপ্নীলের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
গ্রেপ্তারকৃত আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবন ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
আল জুবায়ের স্বপ্নীলের আইনজীবী এড. সাখাওয়াত বলেন, আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে চার্জশিট হয়ে মামলা বদলী হয়েছে। আজকে প্রথম তার সেশন নাম্বার পড়েছে। পরবর্তী তারিখে তার চার্জ গঠন করা হবে। জামিনের ব্যাপারে পরবর্তীতে বাদী যে ব্যবস্থা নিবে সেভাবেই হবে। এখন এরা উচ্চ আদালতে যাবে নাকি আবার এখানে চেষ্টা করবে ওদের ইচ্ছা।
উল্লেখ্য, গত বছরের ১ মার্চ বিকেলে শহরের নিতাইগঞ্জে ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন ৬ তলা ভবনে মা ও মেয়েকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ৭ মাসের অন্তঃস্বত্তা ঋতু চক্রবর্তী (২২)। দুজইনের মধ্যে একজনের মরদেহ মেঝেতে ও অপরজনের মরদেহ অর্ধেক খাটের উপর ছিল। পুরো ফ্লোর ছিল রক্তমাখা। ওই ঘটনায় রক্তমাখা ছুরিসহ জোবায়েরকে এলাকাবাসীর সহায়তায় আটক করে পুলিশ।