নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, ‘আমার কখনো শখ ছিলো না যে আমি একজন সংসদ সদস্য হই। এরমাদ সাহেবের কথায় আমার ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর আমি এই দায়িত্ব নিয়েছি। এমন কোন লোককে জাতীয় পার্টিতে ঢুকিয়ে দিয়েন না যাতে করে আমাদের গর্ব নষ্ট হয়ে যায়। সে যেই হোক না কেনো, কোন জমি দখলকারি কোন চান্দাবাজ অন্তত এই নারায়ণগঞ্জের জাতীয় পার্টিতে ঢুকতে দিবো না। নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য জাতীয় পার্টি যে কোন মানুষের সাথে কাজ করতে প্রস্তুত আছে।’
শুক্রবার (১৭ জুন) বন্দর সমরক্ষেত্রে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
সেলিম ওসমান বলেন, ‘দীর্ঘদিন এই সম্মেলনের কারনে আমাদের কমিটি গুলো সম্পুর্ন করা হয়নি। নারায়ণগঞ্জ হচ্ছে জাতীয় পার্টির দুর্গ। এই দুর্গে কোন দিন ফাটল ধরাতে পারবে না। আমার নারায়ণগঞ্জের নেতারা কোনদিন লোভি ছিলো না। তাদের টেন্ডারবাজি বা চাদাঁবাজি করার কোন দরকার নাই। তারা শুদু জানে মানুষের সেবা করতে, এছাড়া তাদের আর কোন চাহিদা নাই। দল যখন ভালোর দিকে যায় তখন, ছেসরা, চাদাঁবাজ দলে ঢুকার চেষ্টা করে। আমরা ইতিমধ্যেই এক ভুমিদস্যুকে দলের থেকে বহিস্কার করা হয়েছে। আমার শরিরে রক্ত যতদিন চলবে, ততদিন মানুষের জন্য কাজ করে যাবো।’
তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করতে চাই, ‘আমাদের এমন বাজেট দিন যাতে আমরা বেঁচে থাকতে পারি, অসহায় যাতে না হয়ে পারি। আমরা এতদিন বর্তমান সরকারের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছিলাম, তবে এখন আমরা বিরোধী দলে থেকেও সরকারের সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করবো যাতে এই বিষয়ে তারা সরকারের সাথে আলোচনা করে। পরে আমরা চিন্তা করবো যে আন্দোলনে যাবো কি না।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।