সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

না.গঞ্জে তোলারাম কলেজের অধ্যক্ষসহ ৯৫ জনের পদোন্নতি

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২, ৩.২৮ এএম
  • ১৩১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষসহ ৯৫ জন সরকারি কলেজের অধ্যক্ষের পদকে চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। এই প্রথমবারের মতো শিক্ষা ক্যাডারে তৃতীয় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। রবিবার (১৯ জুন) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি চতুর্থ গ্রেডের ও সিলেকশন গ্রেডের মাধ্যমে তৃতীয় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজগুলোর মধ্যে অনার্স এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানের পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও চতুর্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার।

তাই প্রশাসনিক ভারসাম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের নয়টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজ মোট ৯৫ জন কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী চতুর্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে।

গ্রেড পরিবর্তন হওয়া বিভাগীয় শহরের নয়টি কলেজ হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ময়মনসিংহের অধ্যক্ষ আনন্দমোহন কলেজ, চট্টগ্রাম কলেজ, সিলেট এমসি কলেজ, রাজশাহী কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, খুলনার সরকারি বিএল কলেজ ও বরিশালের সরকারি বিএম কলেজ।

অন্যান্য জেলার ৮৬টি কলেজ হলো- ঢাকার সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ, মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, টংগী সরকারি কলেজ, নরসিংদী সরকারি কলেজ, সরকারি শহীদ আসাদ কলেজ।

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ, শরীয়তপুর সরকারি কলেজ, মাদারীপুরের সরকারি নাজিমউদ্দীন কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহের মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, নেত্রকোণা সরকারি কলেজ, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ, শেরপুরের শেরপুর সরকারি কলেজ

টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, সরকারি এম এম আলী কলেজ, কুমুদিনী সরকারি মহিলা কলেজ, বরিশালের বরিশাল সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দি কলেজ, ভোলা সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, নিউ গভঃ ডিগ্রি কলেজ।

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ, নওগাঁ সরকারি কলেজ, সাপাহার সরকারি কলেজ, নওগাঁ; নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ, শহীদ বুলবুল সরকারি কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, সরকারি আকবর আলী কলেজ।

রংপুর সরকারি কলেজ, গাইবান্ধা সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি কলেজ, নীলফামারী সরকারি কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, যশোর সরকারি সিটি কলেজ, সরকারি এম এম কলেজ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ।

ঝিনাইদহের সরকারি কে.সি. কলেজ, মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, বাগেরহাটের সরকারি পি.সি. কলেজ, চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, পটিয়া সরকারি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, রাঙ্গামাটি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি কলেজ, বান্দরবান সরকারি কলেজ।

নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি এসএ কলেজ, ফেনী সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও রাজবাড়ী সরকারি কলেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort