সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

না.গঞ্জে ডিসি অফিস, ডাক বাংলো, তোলারাম কলেজ এলাকায় ছাত্রলীগের পোস্টার

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১২.৩৯ পিএম
  • ৩৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ডাক বাংলোর বাইরে, সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এমন পোস্টার লাগানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্ট করেন নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্র। পরে ৫ আগস্টে পালিয়ে যাওয়া সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পেজ থেকেও একই ছবি পোস্ট করা হয়।

ছবিগুলোতে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রথম ফটকের দেয়ালে, ডাক বাংলোর দেয়ালে, সরকারি তোলারাম কলেজের প্রধান ফটকের বাইরেসহ বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে। একটি ছবিতে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ঢেকে দিয়ে তার উপর এই পোস্টার লাগানো হয়। পোস্টারে গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক আওয়ামীলীগ নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের ছবি দেয়া। এতে লেখা আছে, শেখ হাসিনাতেই আস্থা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।

ছবিটি পোস্ট দিয়ে জেলা ছাত্রলীগ নেতা শুভ্রের আইডি ও শামীম ওসমানের পেজ থেকে ক্যাপশন দেয়া হয়, শেখ হাসিনাতেই আস্থা, নারায়ণগঞ্জ, এ শহর দেশরত্ন শেখ হাসিনার শহর। এ শহর জননেতা এ কে এম শামীম ওসমানের শহর। এ শহর জনাব অয়ন ওসমানের শহর।
জয় বাংলা।

বিষয়টি জানতে জেলা ছাত্রলীগ নেতা সোহানের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুদে বার্তা দেয়া হলে তিনি উত্তরে জানান, বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের গৌরবান্বিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন, ছাত্রলীগের ইতিহাসই বাংলাদেশের ইতিহাস৷ দেশের প্রতিটি সঙ্কটকালে ছাত্রলীগ তারুণ্যের চির দুর্বার স্পৃহা আর অদম্য সাহস নিয়ে এগিয়ে এসেছে৷ গত বছরের ৫ আগস্ট বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত বৈধ সরকারকে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে ইউনূস গং৷ দেশের কোথাও আজ শান্তি-শৃঙ্খলা নেই। পুরো দেশ নরকে পরিণত হয়েছে৷ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় অত্যাচার-নির্যাতন, খুন-গুম করা হচ্ছে। দেশের মানুষ তাই এখনো শেখ হাসিনাতেই আস্থা রাখে। আওয়ামী রাজনীতির প্রবাদপুরুষ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীদের একমাত্র রাজনৈতিক অভিভাবক অয়ন ওসমান ভাইয়ের দিকনির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ আছি৷ অতি শিঘ্রই আমরা আগের চেয়ে সংগঠিত ও শক্তিশালী হয়ে ফিরবো৷ সেই বার্তা দিতেই এই উদ্যোগ, শিঘ্রই পুরো জেলা এমন পোস্টারে ভরে উঠবে।

তবে পরে পোস্টার কারা লাগিয়েছে? কখন লাগিতেছে? তার পদবি কি এসব প্রশ্ন করা হলে তিনি আর উত্তর দেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort