বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

না.গঞ্জের স্কুলের চা নাস্তার বিল ১০ লাখ টাকা!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৪.০২ এএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

চা নাস্তার আপ্যায়নের খরচ ১০ লাখ টাকা; উন্নয়নের নামে নেওয়া হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার। এছাড়া সংসদ সদস্যের আগমনকে ঘিরে খরচ দেখানো হয়েছে আরও ১ লাখ ৪৭ হাজার টাকা।

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি আদর্শ স্কুলে এই ব্যয়কে দূর্নীতি বলছেন স্কুলটির বর্তমান পরিচালনা কমিটি। সাবেক সভাপতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে করেছেন সংবাদ সম্মেলনও।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য মোঃ দিদার হোসেন।

 

দিদার হোসেন জানান, আক্তারুজ্জামান একটানা ১২/১৩ বছর ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। তিনি কিসের লোভে স্কুলের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে স্কুলের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫০/২২, রিভিশন মামলা নং -৮৬/২২, মিস আপিল নং -৬১/২২। হাইকোর্টে ও একটি মামলা দায়ের করেন। তিনি ২ লাখ ১৩ হাজার ৮শত ৯০ টাকা দিয়ে দাতা সদস্য হন ২০০৯ সালে। তারপর সভাপতি হওয়ার পর স্কুলের উন্নয়নের নামে মাটি ভরাট বাবদ ১৫ লাখ ৩৭ হাজার টাকা স্কুল ফান্ড হতে হাতিয়ে নেন। এছাড়াও স্কুলের বিভিন্ন অনুষ্ঠান, চা নাস্তা আপ্যায়ন বাবদ আরো ১০ লাখ টাকা হাতিয়ে নেন। সংসদ সদস্য সেলিম ওসমান এমপির স্কুলে আগমন বাবদ খরচ দেখানো হয় ১ লাখ ৪৭ হাজার টাকা। সব খরচ স্কুল ফান্ড হতে নেয়া হলেও তিনি প্রচার করতেন নিজের ফান্ড হতে ব্যয় করতেন।

দিদার হোসেন সাংবাদিকদের স্কুলের ভবন দেখিয়ে বলেন, নিচতলার একাংশ ওয়ার্ল্ড ভিশন, বাকী অংশ ও দোতলার একাংশ জেলা পরিষদ নির্মান করে। দোতলার ৩ টি কক্ষ স্কুল ফান্ড হতে ব্যয় করা হলেও দোতলা ভবন আক্তারুজ্জামান নির্মাণ করেছেন বলে প্রচারণা চালিয়ে নিজের নামে নামকরণ করেন। ভবন নির্মাণে আক্তারুজ্জামান এর কোন অবদান না থাকায় তার নামকরণ মুছে মুক্তারকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নামে রাখা হয়। এরপর হতে তিনি গভীর ষড়যন্ত্র শুরু করেন।

বর্তমান কমিটির সভাপতি আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর নিজস্ব অর্থায়নে স্কুল ব্যাগ প্রদান, বাৎসরিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হবে অতিদ্রুত।

বর্তমানে পুরো সরকারি খরচে ৪র্থ তলার ভবন নির্মাণ কাজ শেষের দিকে। সরকারি ভাবে মাটির সয়েল পরীক্ষা করতে এলে আক্তারুজ্জামান কে না জানানোর কারনে সাবেক প্রধান শিক্ষক সদ্য প্রয়াত আব্দুল বারেকের ১ লাখ ৪৮ হাজার টাকা বেতন আটকে দেন। দুঃখ নিয়ে তিনি মৃত্যু বরন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান হাজ্বী জয়নাল আবেদীন বেপারী,সাবেক মেম্বার আমানউল্লাহ, সাবেক মেম্বার,আব্দুল কাদির মূর্ধা, সাবেক মেম্বার মোঃ বাচ্চু মিয়া, বর্তমান মেম্বার শাহীন রাজু,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাউদ্দৌলা, আলীরটেক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদির বেপারী,সাধারণ সম্পাদক খবিরউদ্দিন খবু,অভিবাবক সদস্য মোঃ সালাউদ্দিন, হাজ্বী নজরুল ইসলাম, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ ওমর ফারুক, অভিবাবক সদস্য ওসমান গনি মেম্বার, সহকারী শিক্ষক সেলিম মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort