রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ৮ জন, ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৬৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (১৫ ডিসেম্বর) নাসিক নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিসার ও নাসিক নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শেষ দিনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাড. তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও মোহাম্মদ সুলতান মাহমুদ।
এর আগে মনোনয়নপত্র জমা দেন, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন।
এছাড়াও শেষ দিনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তোফায়েল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আল মামুনুর রশিদ, ডা. মিজানুর রহমান, সিরাজ মন্ডল, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু, প্রার্থী সেলিম আহমেদ হেনা, আনোয়ার হোসেন মুক্তি, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শায়েখ শহীদ রেজা, শাহ ফয়েজ উল্লাহ, জাহাঙ্গীর হোসেন লিটন, রবিউল হোসেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কবির হোসেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ হাসান আলী, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফকির উল্লাহ, আজিজ উল হক, নূর হোসেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী জহির, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এনায়েত হোসেন, শামসুল আলম শাহীন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আক্তার মাহমুদ, হাজী আলী হোসেন, সংরক্ষিত ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী তাসনুভা নওরিন ইসলাম, সংরক্ষিত ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, প্রার্থী পপি রানী সরকার, সংরক্ষিত ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী শাহনাজ আক্তার ভূইয়া ও সুরাইয়া ভূইয়া।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।