নারায়ণগঞ্জে প্যালিয়াটিভ ও রেজিয়াট্রিক কেয়ার শীর্ষক ১ দিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধান, জনপ্রতিনিধি, ইমাম ও খতিব ও বিভিন্ন একটা প্রতিনিধিগণ সেমিনারে অংশগ্রহণ করেন।
রবিবার (৩০ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমান।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) কাজি জাহাঙ্গীর হোসেন ও কনসালটেন্ট (কার্ডিওলজি) মোনতাহীদ আহসান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় সেমিনারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন।