নারায়ণগঞ্জ শহরের এক নাম্বার রেলগেইটে ট্রেন-বাস দুর্ঘটা ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ শুরু করেছে। দুর্ঘটনার পর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ রহিমা আক্তারকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
সোমবার বিকালে শহরের এক নং রেল গেইট এলাকায় ঘটনাস্থল পরির্দশন করে তদন্ত কাজ শুরু করেছে তদন্ত কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মৎ রহিমা আক্তার জানান, প্রাথমিক ভাবে তদন্ত কমিটির কাজ শুরু করে সোমবার (২৭ ডিসেম্বর) প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য গ্রহন করেছি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও কাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে পরবর্তীতে যেন এমন দুর্ঘটনা না ঘটে এসব দিক মাথায় রেখেই তদন্ত কাজ শুরু করেছি। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ তুলে ধরা হবে এবং সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ করা হবে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে।
এসময় আরো উপস্থিথ ছিলেন, তদন্ত কমিটির সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ নাজমুল, ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন স্টেশন মাস্টার কামরুল ইসলাম।
প্রসঙ্গত: রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫মিনিটে শহরের এক নং রেল গেইটে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন রেল লাইনের উপর আটকে পড়া আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্টো ব-১১-৪৩৭৪) ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুছড়ে প্রায় ২০ গজ দুরে ছিটকে পড়ে। এতে ৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়।