বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নারায়ণগঞ্জে কোন এলাকায় কখন লোডশেডিং

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৬.২৮ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বড় ধরনের অর্থনৈতিক সংকট এড়াতে বিদ্যুৎ ও তেলের খরচ কমানোর একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই প্রেক্ষিতে দিনে এক থেকে দুই ঘণ্টা করে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) থেকে হবে এলাকাভিত্তিক লোডশেডিং এর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এই মধ্যে কোথায় কখন বিদ্যুৎ থাকবে না, সেই তথ্য প্রকাশ করেছে ডিপিডিসি।

তবে, বিদ্যু বিভ্রাট, রক্ষণাবেক্ষণ এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এ সিডিউল পরিবর্তন হতে পারে।

লাইভ নারায়ণগঞ্জের পাঠকদের জন্য সেই তথ্য তুলে ধরা হলো।

কখন-কোথায় বিদ্যুৎ থাকবে না?
নয়ামাটি, আনন্দ হোটেল ও এর আশপাশের এলাকা: বিকাল ৩টা থেকে ৪টা।

খানপুর, ডনচেম্বার, ব্যাংক কলোনী: রাত ১১টা থেকে ১২টা।

বিবি রোড: সকাল ৭টা থেকে ৮টা।

কিল্লারপুল, বরফকল: রাত ১২টা থেকে ১টা।

মিশনপাড়া, রামবাবুর পুকুরপাড়: রাত ১টা থেকে ২টা।

হাজীগঞ্জ, আইইটি স্কুল, চেয়ারম্যান বাড়ি: দুপুর ২টা থেকে ৩টা।

গুদারাঘাট, হাঁস মুরগীর খামার: সন্ধ্যা ৫টা থেকে ৬টা।

তল্লা বড় মসজিদ, বি.বি মরিয়ম স্কুল সংলগ্ন: দুপুর ১টা থেকে ২টা ও সন্ধ্যা ৫টা থেকে ৬টা।

কালির বাজার, আমলাপাড়া, স্বর্ণপট্টি: রাত ২টা থেকে ৩টা।

নারায়ণগঞ্জ ক্লাব থেকে ২নং রেল গেইট: রাত ৩টা থেকে ৪টা ও রাত ১০টা থেকে ১১টা।

সাহাপাড়া আশা হল, মিনা বাজার, টানবাজার পার্ক: রাত ৯টা থেকে ১০টা।

ফায়ারঘাট, নিতাইগঞ্জ মোড়, মধ্য নলুয়া: রাত ৮টা থেকে ৯টা।

৫নং ঘাট, আল-জয়নাল প্লাজা: ভোর ৪টা থেকে ৫টা ও সন্ধ্যা ৭টা থেকে ৮টা।

শিবু মার্কেট, পিঠালীপুল ব্রীজ: ভোর ৫টা থেকে ৬টা।

ডিসির মাঠ ও ইউরো টেক্স গার্মেন্টস: সকাল ৬টা থেকে ৭টা।

পুরাতন হাজীগঞ্জ: সকাল ৮টা থেকে ৯টা।

আইলপাড়া, পাঠানটুলী, গোদনাইল: দুপুর ১২টা থেকে ১টা।

২নং ঢাকেশ্বরী, কুতুবপুর: সকাল ৯টা থেকে ১০টা।

ওয়াবদারপুল, লাকীবাজার: সকাল ১০টা থেকে ১১টা।

নিতাইগঞ্জ, বি.কে রোড ও তোলারামের মোড়: বিকাল ৪টা থেকে ৫টা।

মধ্য নলুয়া, নিতাইগঞ্জ: বেলা ১১টা থেকে ১২টা।

ফতুল্লার তক্কারমাঠ: ১০টা থেকে ১১টা।

সিদ্ধিরগঞ্জের মৌচাক ও শিমরাইল এলাকা: সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা এবং রাত ১২টা হতে ১টা।

শুকরসী রোড এলাকায়: রাত ১টা হতে ২টা এবং রাত ৮টা হতে রাত ৯টা।

সারুলিয়ায়: রাত ২টা হতে ৩টা এবং রাত ৯টা হতে রাত ১০টা;

সাইনবোর্ড ও সানারপাড় এলাকায়: রাত ৩টা হতে ৪টা এবং রাত ১০টা হতে রাত ১১টা;

ভূমিপল্লী ও মাজার এলাকায়: ভোর ৪টা হতে ৫টা এবং রাত ১১টা হতে রাত ১২টা;

এসএসটি বেভারেজ এলাকায়: ভোর ৫টা হতে ৬টা;

মালটি ওয়েল, আল আকসা ও প্রগতি স্টিল এলাকায়: ভোর ৬টা হতে সকাল ৭টা;

মিজমিজি ও কালু হাজী এলাকায়: সকাল ৭টা হতে ৮টা;

মিজমিজি বাতনপাড়া এলাকায়: সকাল ৮টা হতে সকাল ৯টা;

সিআইখোলা ও কদমতলী এলাকায়: সকাল ৯টা হতে সকাল ১০টা;

ভূঁইয়াপাড়া এলাকায়: সকাল ১০টা হতে ১১টা;

ইপিজেড ও সাইলো এলাকায়: সকাল ১১টা হতে দুপুর ১২টা;

আঁটি এলাকায়: দুপুর ১২টা হতে দুপুর ১টা;

হিরাঝিল বাতানপাড়া এলাকায়: দুপুর ১টা হতে দুপুর ২টা;

অ্যাপোলো এলাকায়: দুপুর ২টা হতে বিকেল ৩টা;

আদমজী ইপিজেড এলাকায়: দুপুর ৩টা হতে বিকেল ৪টা;

কদমতলী এলাকায়: বিকেল ৪টা হতে বিকেল ৫টা;

তাতখানা রোড, গোদনাইল ও কদমতলী এলাকায়: বিকেল ৫টা হতে বিকেল ৬টা;

জুলফিকার স্টিল ও ভূঁইয়াপাড়া এলাকায়: বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort