রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মরণঘাতী ভাইরাসে জেলায় মোট ২৬৩ জন মৃত্যুবরণ করেছেন। মৃত দুইজনই পুরুষ। একজন (৫২) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ও অপরজন (৫৬) বন্দরের বাসিন্দা। এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৬৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২০ হাজার ২৬৬ জন।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৭৬ জন, সদরে ৫৫ জন, বন্দরে ১৭ জন, আড়াইহাজারে ২৫ জন, সোনারগাঁয়ে ৪৮ জন ও রূপগঞ্জে ৪৩ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১২৯ জন ও আক্রান্ত ৭ হাজার ৩৩৯ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৯ জন ও আক্রান্ত ৪ হাজার ২১৯ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৯২ ও মারা গেছেন ১৭ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজর ৩৩৩ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ২ হাজার ৮৮ জন ও মারা গেছেন ৪৯ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৫ জন।
জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৩৭ হাজার ৯৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৮৭ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১৬ হাজার ৯৫০ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৬ হাজার ১৭৪ জন, সদর উপজেলার ৩ হাজার ৪৬০ জন, রূপগঞ্জের ৩ হাজার ৮৫ জন, আড়াইহাজারের ১ হাজার ১০৯ জন, বন্দরের ১ হাজার ৪৮২ ও সোনারগাঁয়ের ১ হাজার ৬৪০ জন।