সিলেটে বন্যায় কবলিত অসহায় দরিদ্র পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন নারায়ণগঞ্জের সামাজিক স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন “স্বপ্ন যাত্রা যুব উন্নয়ন সংস্থা” ।
গত সোমবার ( ২০ জুন ) প্রভাতে এ সংগঠনের ৪ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম নারায়গঞ্জ হতে বাসযোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সিলেটে পৌছে সিলেটে অবস্হানরত রেডক্রিসেন্টের সহযোগীতায় সিলেট অঞ্চলের মুরাদপুট এলাকায় পানিতে গৃহবন্ধী ২৪০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্য বিতরনে স্বপ্ন যাত্রার সদস্যারা জানান, আমরা নিজ চোখে দেখেছি অনেক অসহায় পরিবার এখনো ত্রাণ পাননি। আমরা যতটুকু পেরেছি নিজ উদ্যোগে ২৪০ পরিবারের মধ্যে বিতরণ করেছি । আমাদের মতে সিলেট ও সুনামগঞ্জে বন্যার্থদের জন্য দেশের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
স্বপ্ন যাত্রা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রিপা আক্তার বলেন, আমরা যখন দেখতে পাই টেলিভিশনে, পত্রিকাতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের মানুষ বন্যায় আক্রান্ত। এ খবর পেয়ে আমরা নারায়ণগঞ্জ থেকে সিলেটে ছুটে যাই সোমবার রাতে। সকালে সিলেট পৌছে বিতরণ শেষ করে নারায়ণগঞ্জ ভোররাতে ফিরে আসি ।
আমাদের ক্ষুদ্র সংগঠনের নিজেদের প্রচেষ্টায় গিয়েছিলাম ২৪০ জনের খাবার নিয়ে কিন্তু সেখানে গিয়ে দেখলাম খুবই খারাপ অবস্থা । বিশুদ্ধ পানি ও শুকনা খাবার প্রচুর পরিমানে প্রয়োজন।
এছাড়াও দেখতে পেলাম মানুষ বন্যার কবলে পড়ে ঘড় হারা বাড়ি হারা এমন অবস্থায় এরা খনিকের জন্য আশ্রয় নিয়ে আছে। কিন্তু পানি কমে গেলে কি হবে তাদের অবস্থা? এই বিষয়ে সরকার যদি সুদৃষ্টি দেন, তো এই ঘর হারা পরিবার গুলো উপকৃত হবে।
তিনি আরোও বলেন, আমরা পৌছে বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটির সাথে যোগাযোগ করি। তাদের মাধ্যমে আমরা মুরাদপুর এলাকায় যাই এবং তারা যে যে স্হানে পরিবারকে খাবার দেওয়ার প্রয়োজন বলে আমাদের পরামর্শ দিয়েছেন আমরা তাদের উপস্হিতিতে সেখানে গিয়ে খাদ্য বিতরন করেছি।
আমরা চারজনের একটি টিম গিয়েছিলাম। রিমু, রুদ্র, ইয়াসিন ও আমি। এই সংগঠনের এডমিন আমার ছোট মেয়ে রিমু। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে বন্যায় কবলিত মানুষের জন্য কাজ করেছি। কারন আমরা মেয়েরা দাবি করি উদ্যক্তা নারী ও পুরুষ আমরা সবাই সমান । তাই আমার বোনদের বলবো আমি একজন নারী হয়ে যেভাবে ছুটে গিয়ে অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি বলতে চাই আপনারাও পিছিয়ে না থেকে এগিয়ে আসুন এই বন্যার্থদের পাশে দাঁড়ান৷ সহযোগিতার হাত বাড়িয়ে দিন।আগামী বৃহস্পতিবার আমরা আবারও সুনামগঞ্জ খাদ্য সামগ্রী নিয়ে যাবো বন্যার্থদের জন্য খাদ্য সামগ্রী বিতরনে।