বন্দর(নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতাঃ- নারায়নগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা’র রোগমুক্তি কামনায় বন্দর উপজেলা বিএনপির উদ্যেগে মিলাদ, দোয়া ও তোবারকের আয়োজন করা হয়েছে। গত (১৪ সেপ্টেম্বর) সন্ধা ৬ ঘটিকার সময় মদনপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড কেওঢালা বাস স্টেশন অবস্থিত বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বন্দর উপজেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোহসিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আমানউল্লাহ আমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমান উল্লাহ । বিশেষ অতিথি ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মুছাপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন,ধামগড় ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক গাজী আমির হামজা, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ অহিদ ভূইয়া, মোঃ জাহিদ ভুইয়া, ৭,৮,ও ৯ ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মাজেদা বেগম, মোঃ রুহুল আমিন প্রধান, মোঃ কাউসার হামিদ খান। সূত্রমতে আবুল কাউসার আশা’র পিত্ত থলিতে পাথর হওয়ায় দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। এবং প্রয়াত ইব্রাহীম মেম্বারের আত্বার মাগফেরাত কামনা করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আমান উল্লাহ আমান, জাহিঙ্গীর হোসেন,আহছানউল্লা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।