জাহাঙ্গীর হোসেনঃ প্রযুক্তি ও শিক্ষারমান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে ৭দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২হাজার ৯জন শিক্ষকদের অষ্টম ও নবম শ্রেনীর নতুন কারিকুলামে জাতীয় পাঠ্যপুস্তক কাঠামোর উপর ৭দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ফতুল্লার সস্তাপুর এলাকায় কমর আলী স্কুলে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেবসহ সহকারী শিক্ষা অফিসার।