বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে চালু হলো ৮ জোড়া কমিউটার ট্রেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯.০২ এএম
  • ৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে যুক্ত হলো ৮ জোড়া কমিউটার ট্রেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রেন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন। এরমধ্যে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জে যাতায়াতকারী নারায়ণগঞ্জের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক বলেন, এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনগুলোতে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবে। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, অনেকেই মনে করছেন ট্রেনটি চাকচিক্যময় হলে ভালো হতো। এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে চাই।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে যোগদানের পরপরই বিভিন্নজনের সঙ্গে কথা বলে রেল যোগাযোগের সমস্যার বিষয়টি উপলব্ধি করেন। তিনি রেল যোগাযোগ আরও বেশি জনবান্ধব করার লক্ষ্যে কাজ শুরু করেন। এর ধারাবাহিকায় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচলের ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort