নারায়ণগঞ্জের বাজারে ৮ থেকে ১০ টাকায় পাওয়া যাচ্ছে অন্যতম শীতকালীন সবজি ফুলকপি। বড় সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে দোকানভেদে ১৫ টাকায়।
এছাড়া অন্যান্য শীতকালীন সবজি ও পেঁয়াজের দাম কমেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজার ও মাসদাইর বাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এ সময় বাজারে বড় সাইজের ফুলকপিগুলো ৮ থেকে ১০ টাকা পিস হিসেবে বিক্রি করতে দেখা গেছে যা গত সপ্তাহেও ২০ থেকে ৩০ টাকা পিস দরে বিক্রি হচ্ছিল।
দাম কম হওয়ায় বাজারের ফুলকপির দোকান ও আড়তে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।