“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরন, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বিপিএম, পিপিএম (বার) ও জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
সভায় ৩জন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় হতে মৎস্য ভবনে এসে শেষ হয়। শেষে গোদনাইল আশ্রয়ন প্রকল্পের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।