রবিবার, ১১ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কোর্টে চলমান মামলা উপেক্ষা করে শাজাহান গং রিভারভিউ কমপ্লেক্সে আঃ রশিদের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুমকি ১৫ বছরে ক্রিকেট নিয়ে যে আক্ষেপ জন্মেছে তামিমের আমি শাকিব খানের মতো হতে চাই যুদ্ধবিরতিতে পাকিস্তানে আনন্দ-উল্লাস, জয় হয়েছে বলছেন দেশটির মানুষ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিকেএমইএ নির্বাচনে হাতেম প্যানেল পূর্ণ জয়ী ইয়ার্ন মার্চেন্ট নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে এম সোলায়মানসহ ১৫ প্রার্থী নারায়ণগঞ্জকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার বন্দরে ৪ পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

নতুন নেতা সোহানের কণ্ঠে সেই পুরোনো ‘বাংলাদেশি ব্র্যান্ড’

  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৩.১০ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

নতুন ব্র্যান্ডের টি-টোয়েন্টি টিমের কথা জানিয়ে নুরুল হাসান সোহানকে জিম্বাবুয়ে সিরিজের অধিনায়ক বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের আগের দিন অধিনায়ক সোহানের কণ্ঠে সেই পুরোনো বাংলাদেশি ব্র্যান্ডের কথা।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শনিবার (৩০ জুলাই) থেকে। তার আগে আজ শুক্রবার (২৯ জুলাই) হারারেতে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন অধিনায়ক। এ সময় সোহান জানান, তারা সেই পুরোনো বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান।

সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেনসিবল থাকি, ওভার বাউন্ডারির থেকে বাউন্ডারিও মারতে পারব।’

এর আগে সোহানের নাম অধিনায়ক হিসেবে ঘোষণার দিন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কি হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’

বিসিবির নীতি নির্ধারকদের কণ্ঠে নতুন ব্র্যান্ডের টিম হলেও সোহান আওড়ালেন সেই পুরোনো বুলি-ই। আগের অধিনায়করাও বলতেন নিজস্ব স্টাইলেই খেলার কথা।

সোহানও হাঁটলেন সেই পথে। ‘এখানে একটা সুযোগ, বা আমাদের চাওয়া—নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’

টি-টোয়েন্টিতে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। সাফল্য এসেছে মাঝে সাঝে। ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বললেও মাঠে নামলে যেন মুখ থুবড়ে পড়ে। সেই পথ ভুলে বাংলাদেশ টি-টোয়েন্টিতে সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ। তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে সিনিয়রদের বলয় থেকে বেরিয়ে তারুণ্যে আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড। কিন্তু

সোহান সিনিয়রদের মতোই আগের কথাই বললেন। এবার মাঠের পারফরম্যান্সেই বোঝা যাবে কতটা নতুনত্ব আসছে।

শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। পরদিনই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। একদিন বিরতি দিয়ে ২ আগস্ট হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে টি-স্পোর্টসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort