পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলার চাষাড়াস্থ কালির বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে এবং কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি মো. সুমন খন্দকার ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় চারার গোপস্থ ফলের আড়তে পণ্যের মূল্য তালিকা এবং কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় একটি মামলায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়। এসময় ওজন পরিমাপক যন্ত্র ও চালান পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
পাশাপাশি নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ফল বিক্রি না করার জন্য সচেতন করা হয়। অভিযান পরিচালনাকালে বাজার মালিক সমিতির সেক্রেটারি ফারুকসহ সংশ্লিষ্টারা উপস্থিত ছিলেন।