মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দ্য হ্যান্ড্রেডের ড্রাফটে সাকিব-তামিমসহ ১৬ বাংলাদেশি

  • আপডেট সময় বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৩.৫৯ এএম
  • ৫১ বার পড়া হয়েছে

বিপিএল শেষে বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশের ক্রিকেটাররা। কেননা ঘরের মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হয়েছে। পুরো সিরিজে বিশ্রামে আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ খেলতে আগ্রহ দেখিয়ে ড্রাফটে নাম লেখিয়েছেন সাকিব আল হাসান। আছেন বাংলাদেশ নারী দলের তারকা পেসার জাহানারা আলমও।

আগামী ২০ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের ড্রাফট। যেখানে বাংলাদেশের ১৫ ক্রিকেটার নাম দিয়েছেন। পুরুষ দল থেকে সাকিব ছাড়াও আছেন তামিম ইকবাল, জাকের আলীরা। তাছাড়া নারী দলের পেস বোলিং অলরাউন্ডার জাহানারা আলমও নাম দিয়েছেন। ২২ দেশের ৮৯০ জন ক্রিকেটার এই টুর্নামেন্টের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন। পুরুষদের টুর্নামেন্টের জন্য নিবন্ধন করেছেন ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার। তবে মাত্র ৭৫টি জায়গা খালি রয়েছে।

সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সাতজন বিদেশি ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখের শ্রেণিতে আছেন নয়জন। তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ৪ লাখ টাকা) শ্রেণিতে থাকা ১৪ জন ক্রিকেটারের মধ্যে একমাত্র বাংলাদেশি সাকিব।

৬০ হাজার পাউন্ড (প্রায় ৮৩ লাখ ৫১ হাজার টাকা) শ্রেণিতে আছেন বাংলাদেশের দুজন। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও আরেক ওপেনার লিটন দাস। দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নাম লিখিয়েছেন ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৯ লাখ ৫৯ হাজার টাকা) শ্রেণিতে।

এ ছাড়া বাকি ১০ জন বাংলাদেশি নিজেদের কোনো সর্বনিম্ন দাম উল্লেখ করেননি। এ শ্রেণিতে আছেন নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার।

ছেলেদের টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দল ১০ জন করে ক্রিকেটার রিটেইন করতে পারবে। নারী টুর্নামেন্টের দলগুলো ৮জন করে রিটেইন করতে পারবে। এরই মধ্যে রিটেইন তালিকা জমা দেয়ার দিনক্ষণ শেষ হয়েছে। দলগুলো ১৩৭জন ক্রিকেটার রিটেইন করেছে।

প্রতিটি দলের স্কোয়াড হতে পারবে ১৬ জনের। টুর্নামেন্টের আগে ওয়াল্ড কার্ড ড্রাফটের মাধ্যমেও ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটে থাকা ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, অলি পোপ ও জেসন রয়।

মেয়েদের টুর্নামেন্টের ড্রাফটে থাকা একমাত্র বাংলাদেশি জাহানারাও আছেন সর্বনিম্ন মূল্য নির্ধারণ না করা খেলোয়াড়দের তালিকায়।

২০২১ সালে চালু হওয়া ইংল্যান্ডের ১০০ বলের এ প্রতিযোগিতায় এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলেননি। এবারের শুরু হবে আগামী ২৩ জুলাই। গতবার পুরুষদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ওভাল ইনভিন্সিবলস, নারীদের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, ভারতের স্মৃতি মান্দানা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মেগ লেনিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের মত তারকারা আছেন দু’ফরম্যাটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort