শিল্পের নতুন দিনের পরিবর্তের সূচনা চাই” এই শ্লোগানকে সামে রেখে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে ভোটারদের ধারে ধারে ভোট চাওয়ার মধ্য দিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন স্বতন্ত্র হোশিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেলের সাধারন গ্রুপের পরিচালক পদপ্রার্থী এবং এসোসিয়েট গ্রুপের পরিচারক পদপ্রার্থীরা।
বুধবার ( ১৬ জানুয়ারী) সকালে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মার্কেটের তৃতীয় তলায় নির্বাচন উপলক্ষে নির্বাচনী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, বিগত ১০ বছর কোন নির্বাচন হয়নি, ভোটের অধিকার হরন করা হয়েছে। তারা তারা আবার নির্বাচন দারিয়েছে কোন মুখে ভোট চাইতে আসে আবার লজ্জা করে না। ছি ছি, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের হুশিয়ারী মালিকদের প্লট বরাদ্দ ছিল, ঐ প্যানেল বেইচা দিছে। কাঞ্চনে আমাদের প্লট আছে বিসিকের মতো তিন ডাবল জায়গা কিন্তু ঐ প্যানেল যদি সিলেকশন হয় তাহলে তারা ভূমিদস্যুদের সাথে মিলে ঐ জায়গা দখল করতে চেষ্টা করবে। আপনাদের দাবি দাওয়া নিয়ে ঐ প্যানেরের এমন কে আছে ডিসি এসপি সচিবের কাছে তুলে ধরবে। দুই সচিব আমার বিয়াই বানিজ্য ও শিল্প মন্ত্রনালয়ে ডুকতে আমার পাস লাগে না।
স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা হলেন, সাধারণ গ্রুপের ফতেহ আলী রেজা রিপন, নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, ইবনে মোঃ আল কাওছার, আনোয়ার হোসেন, আল আমিন প্রধান প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।