পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্ন এনে দিয়েছিলেন উড়ন্ত শুরু। পুরো ম্যাচজুড়েই ওই দাপট ধরে রাখল দিল্লি ক্যাপিটালস। তাতে টেবিলের শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পেল বড় এক জয়ও। দলের জয়ের দিনে উইকেট না পেলেও কিপটে বোলিং করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪৪ রানে জয় পেয়েছে দিল্লি। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৫ রানের বিশাল সংগ্রহ গড়ে দিল্লি। জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে ১৭১ রানের বেশি করতে পারেনি দিল্লি।
দলটির হয়ে বিধ্বংসী শুরু করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। পাওয়ার প্লের ছয় ওভারে তারা তুলেন ৬৮ রান। ৭ চার ২ ছক্কায় ২৯ বলে ৫১ রান করে শ ফেরত গেলে এই জুটি ভেঙে যায়।
২ চার ও ছক্কায় ১৪ বলে ২৭ রানের ঝড় তুলেন ঋষভ পান্তও। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৫ বলে ৬১ রান করেন ওয়ার্নার। শেষদিকে ১৪ বলে ২২ রান করে অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর ১১ বলে ২৯ রান করে দলকে ২০০ পাড় করেন।
জবাব দিতে নামার পর প্রথম ওভারেই কলকাতাকে ভড়কে দেন মুস্তাফিজুর রহমান। প্রথম চার বল ডট দেওয়ার পর ওই ওভারে দেন মাত্র ২ রান। পুরো ইনিংসজুড়ে ওই ধাক্কা সামলে উঠতে পারেনি কলকাতা।
৩৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। কিন্তু ওই ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মুস্তাফিজ।