উত্তর থেকে সরে গিয়ে দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের নিরাপদে আশ্রয় নেওয়ার কথা বলেছিল ইসরায়েল। অথচ সেই দক্ষিণ গাজাতেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার দক্ষিণের তিনটি এলাকায় হামলা চালিয়েছে তারা।
আল জাজিরা জানিয়েছে, শুক্রবার গাজা উপত্যকাজুড়ে অসংখ্য ইসরায়েলি সেনা হামলা হয়েছে। এর মধ্যে দক্ষিণে তিনটি হামলা হয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিকদের ‘নিরাপত্তার জন্য’ সরে যেতে বলেছিল। দক্ষিণের রাফাতে ইসরায়েলি হামলায় সাতজন নিহত হয়েছে। একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে পরিচালিত হামলায় আরও নয়জন নিহত হয়েছে।
খান ইউনিসের কেন্দ্রস্থলের একটি বাজারে, ‘বিপুল সংখ্যক নাগরিক নিহত’ এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।