মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি অনুভূতির জায়গা। শিক্ষার্থীদের অনেক সৌভাগ্য যে, আপনারা তোলারাম কলেজে ভর্তি হতে পেরেছেন। তোলারাম কলেজের শিক্ষার্থী যেমন হয়েছেন তেমনি অনেকগুলা দায়িত্ব আপনাদের উপর পড়েছে, সেটা হলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া, মানুষের মতো মানুষ হওয়া। তোমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দেশ নিয়ে কোন আপস নাই, বঙ্গবন্ধুর আদশের বলিয়ান হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।
সোমবার (২০ মার্চ) দুপুরে সরকারি তোলারাম কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তোলারাম কলেজের শ্রেষ্ঠ আবিষ্কার, আমাদের অহংকার জননেতা শামীম ওসমানকে নিয়ে কেউ কেউ উল্টাপাল্টা কথা বলছেন। আপনাদের সৌভাগ্য শামীম ওসমানের নেতা আছে। শামীম ওসমানের নেতা আছে বলেই আপনারা এখনো নারায়ণগঞ্জে নেতাগিরি করেন। শামীম ওসমান যদি চায় নেংটা হয়ে যাবেন নারায়ণগঞ্জে মুখ দেখাতে পারবেন না, সুতরাং উল্টাপাল্টা কথা বলবেন না। শামীম ওসমানরা ইতিহাস সৃষ্টি করে, তোলারাম কলেজের আন্দোলন ইতিহাস সৃষ্টি করে, নারায়ণগঞ্জে গোলাম আজমদের প্রবেশ নিষিদ্ধ করে, দুইশ বছরের কলঙ্ক দূর করে দেয়। সুতরাং বুঝে শুনে কথা বলবেন।
এ সময় নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাসের সভাপত্বিত্বে ও তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান ও এমপি পত্নি সালমা ওসমান লিপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক সায়েরা বেগমসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।