তারাবো পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী ৫ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে, ১৯৯২ সালের দায়েরকৃত হত্যা মামলায় উচ্চ আদালত থেকে সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী জামিনে ছিলেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জর্জ কোর্টে উপস্থিত হলে আদালত শফিকুল ইসলাম চৌধুরীর জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, রুপগঞ্জের তারাবো পৌর এলাকায় ১৯৯২ সালে সংঘটিত সোনালী পেপার মিলে দুই পক্ষের সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ৯/১২৯। সেই মামলায় তারাবো পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী (তৎকালীন ছাত্রদল নেতা) সহ মোট ১১ জনকে আসামী করা হয়।